চীনে ইসরায়েলের কূটনীতিকের উপর হামলা হয়েছে। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তা। চীন এই বিষয়ে এখন পর্যন্ত কিছু না জানালেও ইসরায়েল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে।
শুক্রবার ১৩ অক্টোবর আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতের মাধ্যমে জানায়, চীনে ইসরায়েলের কূটনীতিককে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিবেদনে বলা হয়, ওই কূটনীতিকের অবস্থা এখন স্থিতিশীল। তবে ঠিক কী কারণে কূটনীতিকের উপর হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও স্পষ্ট নয়।
ইসরায়েল-হামাস সংঘাত চলাকালীন এমন ঘটনায় ইসরায়েল সরকার সতর্ক অবস্থান নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এমন পরিস্থিতিতে বিশ্বে ছড়িয়ে থাকা ইসরায়েলি ও ইহুদিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত