এম্বুলেন্স বিস্ফোরণ: একই পরিবারের ৭ জনসহ নিহত ৮

20

ফরিদপুরের ভাঙ্গায় এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে মৃতদের পরিচয় মিলেছে। মৃত আটজনের মধ্যে সাতজনই একই পরিবারের বলে জানা গেছে।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনায় মারা যান তারা।

মৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামের সৌদি প্রবাসী আজিজার শেখের স্ত্রী তাসলিমা বেগম (৫০), তার বড় মেয়ে ও শেখর ইউনিয়নের মাইটকুমড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী কমলা পারভীন (৩২), কমলা পারভীনের বড় ছেলে আরিফ (১৩), মেঝ ছেলে হাসিব (৮), মেয়ে হাফসা (২) এবং তাসলিমার মেঝ মেয়ে পাশের উপজেলা আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের সেনা সদস্য মাহামুদুল হাসান রনির স্ত্রী বিউটি পারভীন (২৭) ও বিউটি পারভীনের ছেলে মেহেদী (১০)। এছাড়া অ্যাম্বুলেন্সচালক মৃদুল মালো (২৫) ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার তকি মোল্যা সড়কের সুভাষ চন্দ্র মালোর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাসলিমার মেজো ভাসুর নুরু শেখ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ছোট ভাইয়ের স্ত্রী দেড় মাস আগে ঢাকায় মেয়ের বাসায় থেকে চিকিৎসা শেষে ঈদকে সামনে রেখে দুই মেয়ের পরিবারসহ বাড়ি ফিরছিলেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারি পথিমধ্যে ভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় সবাই মারা গেছে।’