বরিশালে ভোটগ্রহণ শুরু হওয়ার ১ ঘণ্টার মধ্যে ভোটগ্রহণে ধীরগতি, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা এবং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন লাঙলের প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন।
সোমবার সকালে গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে তাপস অভিযোগ করেন, মহিলা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।
নৌকার সমর্থক ছাত্রলীগ যুবলীগের লোকজন এই বাধা দিচ্ছে দাবি করে তাপস বলেন, ‘সরকারি দলের প্রার্থীর টার্গেট হচ্ছে কম ভোট কাস্ট করানো। সে লক্ষ্যে কেন্দ্রের বাইরে ভোটারদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভোট দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। একই কারণে কেন্দ্রগুলোতে ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে।
নগরের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রুপন বলেন, বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটের পরিবেশ নিরপেক্ষ নয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত