প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি। নির্বাচনের সময় কারো আচরণ পক্ষপাতমূলক হলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এ সুযোগ ইসির আছে।
তিনি আরো বলেন, কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়। আমরা চাই জেলা প্রশাসকরা নিরপেক্ষ আচরণ করুক। জনগণের স্বার্থে ও ভোটের পরিবেশ রক্ষার স্বার্থে কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা আমরা সেটা দেখব।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত