ভোলা জেলা প্রতিনিধি: ভোলার লালমোহনের ফরাজী বাজারে দোকান থেকে এক প্যাকেট চিপ্স নিতে গিয়ে আরেকটি চিপস ছিড়ে যাওয়ায় হোসনেয়ারা বেগম মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দোকানদার আলম বিশ্বাস মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে যায়।
এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মারধরের শিকার লামিয়ার বোন জানায়, লামিয়া (১২) হোসনেয়ারা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ১০ অক্টোবর সন্ধ্যার দিকে প্রাইভেট পড়ে আসার সময় ফরাজী বাজার রাস্তার মাথা আলম বিশ্বাসের দোকান থেকে সে এক প্যাকেট চিপ্স কিনে। চিপ্স ছিড়ে নেওয়ার সময় আরেকটি চিপস ছিড়ে যায়। পরে দোকানদার দুইটি চিপ্সের টাকা চায়। তবে তার কাছে ১০ টাকা থাকায় অন্যটির জরিমানা সকালে দেওয়ার কথা বললে দোকানদার দৌড়ে এসে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারে। এছাড়া কোমড়ের উপর বসে মারধর করলে লামিয়া অজ্ঞান হয়ে যায়। পরে তাকে হাসপতালে নেওয়া হয়। এ নিয়ে থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত আলম বিশ্বাসের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে গেলেও তার দোকান বন্ধ পাওয়া যায়।