ঢাকার মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার দিলু রোড ও এফডিসি'র মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ আলী খান (৫৯) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মৃত আব্দুর রহিম খান এর ছেলে। তিনি মুগদায় পরিবারের সঙ্গে থাকতেন এবং পুলিশের কনস্টেবল হিসেবে এলপিআরে ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মগবাজার দিলু রোড ও এফডিসি'র মাঝামাঝি স্থানে রেললাইনে সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইউসুফ আলী। সে সময়ে তিনি রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন।
নিহতের ছেলে মো. সাজ্জাদ হোসেন জানান, তার ছোট চাচার উত্তরা বাসায় যাওয়ার কথা বলে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তিনি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন। সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই।
লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত