নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল ও আইসিটি ইনস্টিটিউটের অধ্যক্ষের দরজায় রাখা আম লেখা পার্সেলে বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকার কাউন্টার টেররিজম ও বোম ডিসপোজাল ইউনিট।
কাউন্টার টেররিজম ও বোম ডিসপোজাল ইউনিটের ইন্সপেক্টর শফিউদ্দিন শেখের নেতৃত্বে ইউনিটের সদস্যরা শনিবার (১৭ জুন) দিনগত রাত সোয়া একটার দিকে বোমসহ পার্সেলটি অধ্যক্ষের দরজার সামনে থেকে ক্যাম্পাসের ফাঁকা স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।
পরে এক ব্রিফিংয়ে টিম লিডার শফিউদ্দিন জানান, পার্সেলের ভেতরে হাতে তৈরি ছোট আকারের বোমা ছিল। বোমাটির আলামত সংগ্রহ করেন তারা।
এর আগে শনিবার সকালে কলেজে গিয়ে নিজ দপ্তরের দরজায় তার নামে পাঠানো আম হিসাবে লেখা একটি বড় আকারের পার্সেল প্যাকেট দেখতে পান ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। দিনভর প্রতিষ্ঠানটি ঘিরে রাখে র্যাব ও পুলিশ সদস্যরা। পরে রাত সোয়া একটার দিকে বোমাসহ পার্সেলটি অধ্যক্ষের দরজার সামনে থেকে ক্যাম্পাসের ফাঁকা স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত