ক্রিকেট প্রাঙ্গনে খাটো-লম্বা সব আকৃতির খেলোয়াড় থাকে। তবে খেলাধুলার ক্ষেত্রে লম্বাকৃতির মানুষরা বেশি সুবিধা পায়। বিশেষ করে তারা ফিল্ডিংয়ে বাড়তি সুবিধা পেয়ে থাকে। তাই ক্রিকেটারদের লম্বা-খাটো, সব দিক সম্পর্কে জানতে চান তাদের ভক্তরা।
আজ ডেইলি প্রিয়দেশ পাঠকদের জানাবো, এমন কিছু খেলোয়াড়ের নাম; যারা বিশ্বের সবচেয়ে লম্বা আকৃতির। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক-
১) পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইরফান; উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি।
২) ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জোয়েল গার্নার; উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
৩) অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রুস অ্যান্থনি রিড; উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
৪) অস্ট্রেলিয়ান ক্রিকেটার পিটার জর্জ; উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা।
৫) ইংল্যান্ডের ক্রিকেটার বয়েড র্যানকিন; উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
৬) ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস; উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি।
৭) অস্ট্রেলিয়ার ক্রিকেটার টম মোডি; উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি।
৮) ইংল্যান্ডের খেলোয়াড় স্টিভেন ফিন; উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি।
৯) অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিলি স্ট্যানলেক; উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি।
১০) নিউজিল্যান্ডের ক্রিকেটার জ্যাকব ওরাম; উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।