লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের জায়গায় মার্কেট নির্মাণ কাজ চলাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। ৮ নভেম্বর সোমবার এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠেের একপাশে মার্কেট নির্মাণের কাজ শুরু হলে কতিপয় লোক সেখানে হামলা করে। এতে স্থানীয় লোকজন ও চৌকিদারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এসময় স্থানীয় লোকজন চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের কাছে অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ কোনোরকম অনুমতি ছাড়া সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করার জন্য চেষ্টা করছেন। মার্কেটের রুম বরাদ্দ দেয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে সহকারী (ভূমি) কর্মকর্তা উপস্থিত সকলের সামনে চেয়ারম্যানকে কে কে টাকা দিয়েছেন জানতে চাইলে, কোনো সাড়া মিলেনি। তবে চেয়ারম্যানের পক্ষের কামাল নামক ব্যক্তির কাছে টাকা দিয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। তখন কামাল ডেকে হাজির করা হয়।
কামাল জানায়, আমি টাকা হাওলাত নিয়েছি এবং তা পরিশোধ করতেছি। কিছু দিয়েছি, আরো পাবে। কামালকে দেয়া টাকার কিছু ফেরত পেয়েছে বলে অভিযোগকারীদের মধ্যে উপস্থিত একজন স্বীকার করেন।
ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ অভিযোগ করেছেন, স্থানীয় ক্যাডার ফরিদ, মিজান, বিল্লাল, মোসলেহ উদ্দিন, বাবুল, নিরব, সোহাগ, সাইফুল, ইমাম, গিয়াস উদ্দিনসহ ১২/১৪ জনের ক্যাডার বাহিনী চৌকিদারদের উপর হামলা করেছে। এ সময় তাদের মোবাইল ছিনিয়ে নিয়েছে ক্যাডাররা।