এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ইরানের কাছেও বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার ‘জি’ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের দল।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধেই তিন গোল হজম করে। আর দ্বিতীয়ার্ধে খেয়ে বসে আরও দুই গোল।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের কাছেও ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ল সাবিনা-কৃষ্ণারা।
অবশ্য আসরের কঠিন গ্রুপে পড়ে বাংলাদেশের মেয়েরা। ইরান ও জর্ডানের মতো দলের বিপক্ষে সাফল্য পাওয়া কঠিনই বটে।
গত ১৫ সেপ্টেম্বর মাঠে গড়ায় এশিয়ান কাপের বাছাই পর্ব। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাইপর্বে মোট ২৮ দল অংশ নিচ্ছে। পাঁচ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এর মধ্যে চারটি গ্রুপে আছে চারটি করে দল ও চারটি গ্রুপে দল তিনটি করে।
সরাসরি অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া, চীন ও স্বাগতিক ভারত। মূল প্রতিযোগিতা শুরুর কথা আগামী বছর ২০ জানুয়ারি, ভারতের মাটিতে। এর আগে সবশেষ ২০১৪ সালে বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ নারী দল। ২০১৮ সালে অংশ নেয়নি বাংলাদেশ।