প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রাক্তন কর্মীদের মিলন মেলা

অমিত বণিক, ঢাকা : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রাক্তন কর্মীদের দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর রমনা পার্কে আয়োজিত এই মিলন মেলায় সংগঠনটির বিভিন্ন সময়ের সাবেক কর্মীরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজিত এই মিলন মেলা পরিণত হয় বন্ধুত্ব, স্মৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের এক আনন্দঘন উৎসবে। দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীদের সঙ্গে সরাসরি দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ।

মিলন মেলায় উপস্থিত প্রাক্তন কর্মীরা একে অপরের সঙ্গে কর্মজীবনের স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বর্তমান জীবনের নানা গল্প ভাগাভাগি করেন। অনেকে স্মৃতিচারণায় ফিরে যান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে কাজ করার সময়কার মানবিক ও পেশাগত অভিজ্ঞতার কথা।

আয়োজকরা জানান, প্রাক্তন কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই মিলন মেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

মিলন মেলা শেষে সবাই একসঙ্গে ছবি তোলা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন।