সোমালিয়ায় মার্কিন সৈন্যদের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়েছে। এতে কয়েকজন হতাহত হয়েছে। তবে সেই সংখ্যা জানা যায়নি।
বিবিসি বলছে, সোমালিয়ায় মার্কিন প্রশিক্ষণ ঘাঁটি ‘বালাদোগল’ এ ভারি বিস্ফোরণ ও বন্দুক দিয়ে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, সোমালিয়ার দক্ষিণ লোয়ার শ্যাবলেল অঞ্চলে বালাদোগল বিমানবন্দরে এই ভারী বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ হয়।
এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গি গোষ্ঠী। মার্কিন ঘাঁটির প্রবেশপথ লক্ষ্য করে গাড়ি বোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানায় জিহাদী এই গোষ্ঠীটি।
তবে সামরিক কর্মকর্তারা বলছেন, জঙ্গিদের হামলা প্রতিহত করা হয়েছে।
রাজধানী মোগাদিসু থেকে প্রায় ১০০ কিমি (৬০ মাইল) পশ্চিমে এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী, সোমালিয়ার বিশেষ বাহিনী এবং উগান্ডার শান্তিরক্ষী রয়েছে।
ডোনাল্ট ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আল কায়দার সঙ্গে যুক্ত আল শাবাবের বিরুদ্ধে বিমান হামলা বৃদ্ধি করেছে। এরপর থেকে আল শাবাব একের পর এক আত্মঘাতী হামলা বাড়িয়েছে।