ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ ও চাহিদা নিরুপন কর্মশালা

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিতকরণ ও চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মানব কল্যান পরিষদের আয়োজনে “ইনসিওরিং পিপলস অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নদান বাংলাদেশ” প্রকল্পের আওতায় গতকাল বুধবার সদর উপজেলার মানব কল্যান পরিষদের ট্রনিং সেন্টারে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এমকেপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি নব-নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, এমকেপির সদস্য আলী হোসেন প্রমুখ।

সভায় উপজেলা পর্যায়ে কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং তা সমাধানে বিভিন্ন সুপারিশমালা উত্থাপিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চিকিৎসকসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।