সংগীতজ্ঞ জানে আলম মারা গেছেন

তিন হাজারের বেশি গানের লেখক, সুরকার, সংগীত পরিচালক ও প্রযোজক জানে আলম আর নেই। আজ মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাত ১১টার দিকে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন জানে আলমের ছেলে সজল শাহরিয়ার।

জানা গেছে, সংগীত তারকা জানে আলম এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানে আলম ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম। তার জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। গানের শুরুটা স্বাধীনতার পর পরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় পরিচিতি। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং আধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য।