ঠাকুরগাঁওয়ে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা সম্পর্কিত সভা

ঠাকুরগাঁওয়ে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দিনের আয়োজনে তার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ৫০ বজিবির অধিনায়ক লে: কর্নেল মো: শহিদুল ইসলাম পিএসসি, এনএসআই’র যুগ্ম পরিচালক হেমায়েত হোসেন, আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বন্যা, বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেন প্রমুখ। সভায় নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।