
আবদুর রহমান নোমান,ভোলাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সাংসদ ও সফল মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে ড. ইউনুসের নেতৃত্বে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে হবে। যেখানে সবাই যারযার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। ১৯৭১ এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। ৭১ সালে যুদ্ধ করেছি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে কোন বৈষম্য থাকবে না। সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দু:খের বিষয় হলেও সত্য, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে।
বুধবার (১২ মার্চ) বিকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ আরও বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতর ঘোরতর অবনতি হয়েছে।
আমরা আরোও আশা করি সরকার দ্রুত নির্বাচন করার দিকে মনোযোগ দিবেন। আমরা একটা সুন্দর ও সুষ্ঠ নির্বাচন চাই।
যখন অনির্বাচিত সরকার থাকে তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এজন্য এই সরকারকে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে পুলিশবাহিনী মোটেও জনগনের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষ্যে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরও একটিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ও যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীনের সঞ্চালনায় এসময় ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরসহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভোলা জেলা,লালমোহন উপজেলা, পৌরসভা, তজুমদ্দিন ও বোরহান উদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।