
এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদকঃ
ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে দোকানের তালা ভেঙে দখল নেওয়ার সময় দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ওই দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভোলা শহরের শীষমহল গলিসংলগ্ন খালপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তারা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন।
আহত সাংবাদিক বিজয় বাইন জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মো. কালীমুল্লাহ ও তার ভাই মো. হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার ওপর হামলা হয়। হামলার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তার ওপরও হামলা করে। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজ বলেন, ‘হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভোলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ ভোলায় কর্মরত সাংবাদিকরা।