বিএনপিপন্থী আজাদ ভূঁইয়াকে জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় সাঈদ নগর সোসাইটির বিএনপিপন্থী সাধারণ সম্পাদক আজাদ ভূঁইয়াকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ৪ ফেব্রুয়ারি আজাদ ভূঁইয়াকে কারাগারে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, রাজধানীর ভাটারা ৪৯নং ওয়ার্ডের বাসিন্দা আজাদ ভুঁইয়া ছিলেন বিএনপিপন্থী। তিনি ভাটরা থানাধীন সাঈদ নগর সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি ব্যক্তিগত ফেসবুকে বিএনপির সবকিছু শেয়ার করতেন। বিএনপির বিভিন্ন প্রোগ্রামের ছবিও তিনি বিভিন্ন সময়ে নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত শত্রুতার জেরে কিছু লোক প্রতিহিংসার কারণে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাম দিয়ে দেয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় ষড়যন্ত্রকারী প্রতিপক্ষ।

আজাদ ভূঁইয়ার স্বজনরা জানান, ভাটারা সাঈদ নগর সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একজন স্বনামধন্য সমাজসেবক। একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং সোসাইটির পদ দখল করার জন্য তার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। অথচ তিনি বিএনপিপন্থী ছিলেন। তিনি বিএনপির বিভিন্ন প্রোগ্রামের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করতেন। তিনি স্থানীয় বিএনপি নেতা এম এ কাইয়ুমের অনেক প্রোগ্রামে গিয়েছেন এবং সেগুলো ফেসবুকে শেয়ার করেছেন। এই মিথ্যা মামলায় হয়রানি থেকে আমরা মুক্তি চাই।