অপারেশন ডেভিল হান্ট : নৌবাহিনীর অভিযান বোরহানউদ্দিনে আটক-১

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসাবে ভোলার বোরহানউদ্দিনে অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ১ জনকে আটক করা হয়। এসময় তার থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকৃত হলেন- বড়মানিকা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আওলাদ হোসেন শাহীন।

আটককৃত কে উপজেলা কমিশনার( ভুমি) কাছে হস্তান্তর করেন, পরে তাকে ৩ দিনের জেল ও ৩০০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত আওলাদ ঢাকা মহানগর উওর এর যুবলীগের কর্মী।

আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদক বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়। এছাড়া বেশ কিছু মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান,সাম্প্রতিক সময়ে সড়কে দূর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়ক পরিবহন আইন অনুযায়ী গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স চেক ও হেলমেট পরা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাদক সেবীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ। অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ সরেজমিন পরিদর্শন কিন্তু পৌছানোর পূর্বেই পলায়ন তবে ফিটনেস বিহীন গাড়িতে মাটি বহন করায় জরিমানা।

ভূয়া ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে জরিমানা করার বিষয়টি ভুক্তভোগীর কাছ থেকে শুনে নিয়মিত মামলা করতে পরামর্শ প্রদান।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনী ও বোরহানউদ্দিন থানা পুলিশ। জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নৌবাহিনীর অফিসার জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।