![OIP (1)](https://priyodeshnews.com/wp-content/uploads/2025/02/OIP-1.jpeg)
হেলাল উদ্দিন, টেকনাফ:মিয়ানমারের আকিয়াব থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠের বোট আটকে রেখেছে আরাকান আর্মি। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেল পর্যন্ত মিয়ানমারের মংডু খারাংখালী খালে কাঠবাহী বোটটি আটকে রেখে দিয়েছে আরকান আর্মি। গত সোমবার ১০ ফেব্রুয়ারী টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে স্পিড বোটে ধাওয়া করে কাঠবাহী বোটটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তিন দিন গত হয়ে গেলেও বোটটি ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরকান আর্মি।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ফের তল্লাশির নামে আরকান আর্মি একটি কাঠের বোট আটকে রেখেছে, তিনদিন হলেও কাঠের বোটটি এখানে এসে পৌছেনি। বোটে ৩৫ টন কাঠ রয়েছে। এসব মালামাল ব্যসায়ী আবদুল কাদের কাছে আসতেছিল। এছাড়া গত ১৬ জানুয়ারী থেকে ইয়াঙ্গুন হইতে টেকনাফ স্থলব্ন্দরে কোন পণ্যবাহী বোট আসেনি।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ৩৫ টন কাঠ নিয়ে মিয়ানমার থেকে একটি বোট আমার কাছে আসার পথে সেদেশের আরাকান আর্মি স্পিড বোটে ধাওয়া করে ধরে নিয়ে গেছে। শোনেছি তাঁরা (আরাকান আর্মি) তল্লাশি চালাচ্ছে। হয়তো তাদের কেউ ভূল তথ্য দিয়েছে। তবে সেদেশের ব্যবসায়ীর সাথে যোগাযোগ চলছে। কাঠগুলো তল্লাশি শেষে বোট ছেড়ে দেবে বলে শোনেছি।