কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মরহুম সাকু মিয়া’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মোনাজাত

আবদুর রহমান নোমান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কালমা ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম হেলাল উদ্দিন সাকু মিয়া’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদআছর লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের মজিবল হক মজু মিয়ার বাড়ির দরজার ঈদগাহ ময়দানে মরহুমের পরিবারবর্গের আয়োজনে এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্মআহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদারসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন।