কেশবপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধিঃ

আগামী ২৫ জানুয়ারী ঢাকার শিক্ষক সম্মেলন সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ও সংগঠনটির সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কেশবপুর শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার নুরি, মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, জোট নেতা হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম প্রমূখ। এ সময় শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।