মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধিঃ
আগামী ২৫ জানুয়ারী ঢাকার শিক্ষক সম্মেলন সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ও সংগঠনটির সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কেশবপুর শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার নুরি, মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, জোট নেতা হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম প্রমূখ। এ সময় শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।