সমন্বয়কদের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে হট্টগোল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে মুখ্য সংগঠক হান্নান মাসুদ। একই সময় সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের আভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে। এনিয়ে রাসেলের অনুসারীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও দেখা দেয় উত্তেজনা। শেষ পর্যন্ত যার যার অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছেন দুই সমন্বয়ক।

ঘটনার সূত্রপাত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায়। এর আগে, বিকেলে জুলাই প্রোক্লেমেশন জারির দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরীর ওয়াসায় একটি অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থীরা মিলে মিটিং করে। একপর্যায়ে সেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদসহ বেশ কিছু শিক্ষার্থীদের ওপর হামলা করে। ঘণ্টাখানেকের মতো অবরুদ্ধ থাকার পরে ছাত্রদলের কর্মীদের সহায়তায় বেরিয়ে আসে তারা।

এই ঘটনার নিন্দা জানিয়ে রাত সাড়ে আটটায় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদসহ অন্যরা। রাসেল অভিযোগ করেন, আরেক সমন্বয়ক রেজাউর রহমান ও রাফি এই হামলায় জড়িত।

সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর সেখানে হাজির হন অভিযুক্ত সমন্বয়ক রাফি। অভিযোগ অস্বীকার করে দোষীদের বিচারের দাবি জানান তিনি। পুরো ঘটনাটি নিয়ে দু’পক্ষের অনুসারীরেই একে অপরকে দোষারোপ করছেন।