মধুপুরে বেসরকারি সংস্থা সিসিডিবি’র কম্বল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার শাখা কার্যালয়ে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

৮ জানুয়ারি বুধবার দুপুরে সিসিডিবি’র মাইক্রোফাইনেন্স প্রোগ্রাম গারোবাজার শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিডিবি’র এরিয়া ম্যানেজার মো. নজরুল ইসলাম,,সাংবাদিক, কলামিস্ট আলকামা সিকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গারোবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজ্জাদ রহমান, মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী,গারোহাটের ইজারাদার মো. বেলায়েত হোসেন প্রমুখ।
এ সময় সিসিডিবি’র প্রায় দেড় শতাধিক সদস্যদের মাঝে এ কম্বল তুলে দেয়া হয়।