এবার মাদককাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তলব করল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংকে। আগামী তিন দিনের মধ্যে এই চার বলিউড অভিনেত্রীকে দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমসের খবর, ২৫ সেপ্টেম্বর এনসিবির দপ্তরে হাজির হতে হবে দীপিকা পাড়ুকোনকে। আর সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে হাজির হতে হবে ২৬ সেপ্টেম্বর। রাকুল প্রীত সিংকে কবে হাজির হতে হবে, তা জানা যায়নি। তবে মাদককাণ্ডে তাঁর যোগসাজশ আছে বলে খবরে প্রকাশ।
অন্যদিকে আনন্দবাজার পত্রিকার খবর, পরিচালক শকুন বাত্রার একটি সিনেমার শুটিংয়ে দীপিকা এই মুহূর্তে গোয়ায় অবস্থান করছেন। তবে মঙ্গলবার অবধি সিনেমাটির শুটিং হলেও আজ বুধবার থেকে আপাতত স্থগিত রয়েছে শুটিং।
এনসিবি সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার সুশান্তের সাবেক ম্যানেজার জয়া সাহা জিজ্ঞাসাবাদের সময় এনসিবিকে জানান, রিয়া, শ্রদ্ধা ও সুশান্তের জন্য তিনিই সিবিডি অয়েল (গাঁজা থেকে নিষ্কৃত তেলজাতীয় পদার্থ) কিনে দিয়েছিলেন। এ ছাড়া রাকুল ও সারার নাম বয়ানে উল্লেখ করেন মাদককাণ্ডে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রিয়ার বয়ান অনুযায়ী ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। ওই সিনেমাতে সুশান্তের সহ-অভিনেত্রী ছিলেন সারা। সে সময় সম্পর্কেও ছিলেন তারা।
এর আগে দীর্ঘ আলোচনার পর মাদক মামলায় গেল ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সবশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তী। এরপর রিয়ার জামিন আবেদন নাকচ করে ১৪ দিনের কারাবাসে পাঠানো হয় তাকে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) তাঁর কারাবাসের মেয়াদ ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন।
গত ২৫ জুলাই সুশান্তের বাবা কে কে সিং অভিনেত্রী ও প্রয়াতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং বিষণ্ণতার জন্য তাঁকে দায়ী করে এফআইআর দায়ের করেন।
১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন, সেই রহস্য এখনো কাটেনি।