যুক্তরাষ্ট্র আবারো লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সরিয়ে নেয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা।
মার্কিন সামরিক বহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের সঙ্গে ক্যারিয়ার এয়ার উইং ওয়ান, একটি ডেস্ট্রয়ার স্কোয়াড্রোন, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ এবং দুটি আরলিক বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে।
কিছুদিন আগে ইয়েমেনি নৌ ইউনিটগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান চালানোর পর সেটি লোহিত সাগর ছেড়ে চলে যায়।
এর আগে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার এবং রুজভেল্টও ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার মুখে লোহিত সাগর ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর যে বিমান হামলা চালিয়ে আসছিল তার জবাবে ইয়েমেনের নৌ ইউনিটগুলো মার্কিন রণতরীর বিরুদ্ধে এসব হামলা চালায়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর গণহত্যা শুরু করলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু হয়। এই হামলা প্রতিরোধ করার জন্য মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালায়।
তবে ইয়েমেনও মার্কিন ও ব্রিটিশ বাহিনীর ওপর লোহিত সাগর এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া, ইয়েমেন থেকে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।