মানিকগঞ্জে বাঘুটিয়া আলিম মাদ্রাসার ৮৫ বছর উপলক্ষে রি- ইউনিয়ন

মোমিনুর রহমান:

মানিকগঞ্জের সর্ব প্রথম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বাঘুটিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠার ৮৫ বছর উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এক রি-ইউনিয়ন পালিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি উপ কমিটি ও উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে।
আয়োজক কমিটির আহবায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে জনাব মো: মঈনুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে মো:মোস্তাফিজুর রহমানকে।
রি-ইউনিয়নের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০২৫ ঈদুল ফিতরের তৃতীয় দিন এবং রেজিস্ট্রেশন এর শেষ তারিখ সম্ভব্য ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানটি মাদ্রাসায় সকাল আটটা থেকে নাস্তা দেয়ার মাধ্যমে শুরু হবার কথা রয়েছে। এর পর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দেশ বরণ্যর ইসলামি সংগীত শিল্পীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হবে।