একদলীয় রাষ্ট্রই ছিল আ.লীগের পুরনো অভিলাষ: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএন‌পি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, আওয়ামী লীগ যে বাকশাল ক‌রে টিক‌তে পারে‌নি, সেই একদলীয় রাষ্ট্রে পরিণত করাই ছিল তা‌দের পু‌রনো অভিলাষ।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে ব্রিটেনের বাংলা গণমাধ‌্যমে কর্মরত সাংবা‌দিকদের সাথে আয়ো‌জিত মত‌বিনিময় সভায় এসব কথা বলেন তি‌নি।

মির্জা ফখরুল বলেন, ২০০৮ সা‌লে আওয়ামী লীগ এক‌টি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর ধী‌রে ধী‌রে সু‌কৌশ‌লে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কাজ শুরু ক‌রে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে‌দিন বা‌তিল ক‌রে তখন থে‌কেই বিএন‌পি আন্দোলন কর‌ছে। দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ব‌লে‌ছি‌লেন, তখন থে‌কেই বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিতিশীলতা সৃষ্টি হ‌য়। তার জন্য দেশ‌কে অনেক মূল্য দি‌তে হ‌য়ে‌ছে। আওয়ামী লীগ যে বাকশাল ক‌রে টিক‌তে পারে‌নি, সেই একদলীয় রাষ্ট্রে পরিণত করাই তা‌দের পু‌রনো অভিলাষ আর স্বপ্ন ছিল। দেশের অর্থবহ পরিবর্তনের জন্য সংস্কারের কথা বিএন‌পিই সবার আগে বলেছিল।

যুক্তরাজ‌্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিকের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের প‌রিচালনায় পূর্ব লন্ডনের রি‌জেন্টস লেক ব‌্যাংকু‌য়ে‌টিং হ‌লে এ সভা অনু‌ষ্ঠিত হয়।