তরুন সাংবাদিক এম এ আশরাফ ফরাজী’র আজ জন্মদিন

আজ ৩ ডিসেম্বর বরিশাল ভোলা’র উদীয়মান তরুন সাংবাদিক, দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) এর সদস্য ও সমাজসেবক এম এ আশরাফ ফরাজী’র ২৭’তম জন্মদিন। তিনি ১৯৯৭ সালের ৩ ডিসেম্বর এই দিনে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের সম্ভ্রান্ত ফরাজী বাড়িতে তার পৈত্রিক নিবাসে জন্ম গ্রহন করেন। তার বাবা একজন ব্যবসায়ী ও সকল মহলের সুপরিচিত ব্যক্তি মোঃ আবু তাহের ফরাজী। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার আদরের (পঞ্চম)। ছোট সময়ের থেকে খুব মেধাবী এবং লেখালেখি করতে পছন্দ করতেন।

তরুণ সাংবাদিক এম এ আশরাফ ফরাজী বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও সেই অনার্স (অর্থনীতি ডিপার্টমেন্ট,  বরিশাল বিএম কলেজ) জীবন থেকে সাংবাদিকতায় লেখালেখি করেন। তার কর্মদক্ষতা ও সততার কারনে সমাজের সকল শ্রেণির সামনে পরিচিত হয়ে উঠেন। তিনি ভোলা সহ-বরিশালের সর্বমহলে তরুণ প্রজন্মের সাহসী সাংবাদিকতায় সুনাম অর্জন করেন। এমনকি তিনি সাংবাদিক অঙ্গনে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন।
অবশ্য- ২০১৭’সালে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নতুন কাগজ পত্রিকার মাধ্যমে মিডিয়া অঙ্গনে যাত্রা শুরু হয় এবং দূর্নীতি ও অনিয়মের উপর প্রতিবেদন করে আলোচনায় আসেন। এছাড়াও তিনি একাধিক জাতীয় পত্রিকায় সুনামের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে ২০২৪’সালে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশের সমাচার পত্রিকায় (বিশেষ প্রতিনিধি) ও প্রিয়দেশ পত্রিকার এডিটর হিসাবে কর্মরত। তাছাড়া তিনি (দুদক) দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য হিসাবে আছেন। এর পাশাপাশি তিনি সমাজের অসহায় মানুষকে নিয়ে লেখালেখি করেন এবং সমাজসেবার মতো বিভিন্ন কর্মকান্ড করে আসছেন।

ভোলার সর্বস্তরের স্বচ্ছ ও সঠিক সংবাদ প্রকাশ করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে তিনি বিএমএসএফ ও রিপোর্টার্স ইউনিট কমিটির গুরুত্বপূর্ণ পোস্টে মনোনীত। সময়ের সাহসী কলম সৈনিক সাংবাদিক এম এ আশরাফ ফরাজী’কে জন্মদিন উপলক্ষে বন্ধুমহল থেকে শুরু করে- শিক্ষক, সাংবাদিক, পুলিশ, কবি, ব্যবসায়ী, শিল্পী, ছাত্র’সহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক পেশার মানুষ শুভাকাঙ্ক্ষীসহ সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানায় পাশাপাশি তাহার আগামীদিনে গুলোতে সাংবাদিকতা পেশায় সার্বিক সফলতা ও সাফল্য কামনা করেন।