চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি সংবর্ধিত

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আঞ্চলিক সম্পাদক এবং সিডিএ’র বোর্ড সদস্য জাহিদুল করিম কচিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম চট্রগ্রাম মহানগর শাখা।

শনিবার (৩০ নভেম্বর) রাতে নগরীর কাজির দেউড়িস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সংবর্ধিত অতিথি সাংবাদিক জাহিদুল করিম কচিসহ উপস্থিত ছিলেন ৭১ টিভির ব্যুরো প্রদান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটন, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়কারী আরিয়ান লেলিন, সাংবাদিক এম কে মনির, আজাদ হোসেন। এতে মহানগর বিএনপি নেতা ও দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরামের মোঃ আরশে আজিম আরিফ, শহিদুল আলম রনি, ফজলুল করিম, আরিফুল ইসলাম রিয়াদ,মোঃ আজগর আলী, মাহবুব আলম অপু, আলাউদ্দিন অপু, পাপ্পু, জুয়েল, সুমনসহ নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক জাহিদুল করিম কচিকে নিয়ে নানা স্মৃতিচারণ করে বলেন, তিনি বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনার বাহিনীর হাতে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। কয়েক দফায় চাকরী হারিয়েছেন। এরপরও তিনি আপোষ করেননি পরাজিত শক্তির সাথে। সত্য ও ন্যায়ের পথে লড়াই করে গেছেন নিরলসভাবে, ভয়ভীতি উপেক্ষা করে। তিনি তিনি ছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের সাহসের বাতিঘর। ৫ আগস্ট পর্যন্ত তিনি স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকায় ছিলেন।

পরে সংগঠনটির সংগঠনের নেতৃবৃন্দ জাহিদুল করিম কচিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেষ্ট তুলে দেন।