ইপিজেড থানা জামায়াতের কর্মী শিক্ষা বৈঠকে জামায়াত নেতৃবৃন্দ

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল। ইসলাম প্রতিষ্ঠার জন্য জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে সংগ্রাম করে আসছে। অনেক ত্যাগ ও কুরবানি পেশ করেছে। তৃণমূল পর্যায়ে জামায়াত সংগঠিত। জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের সৎ, যোগ্য ও সমাজ পরিচালনার জন্য দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন শহীদ সাইফুল ইসলাম আলিফ। তিনি ছাত্রজীবন থেকে আল্লাহর রাস্তায় কাজ করেছেন। আলিফ আল্লাহর রাস্তায় নিজের জীবন দান করে গেছেন। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। শহীদরা আল্লাহর কাছ থেকে রিজিকপ্রাপ্ত হন। শহিদরা মরে না, স্বয়ং আল্লাহ তাদেরকে মৃত না বলার কথা জানিয়েছেন, শহীদরা জীবিত।

ইপিজেড থানা জামায়াতের ৩৮ নম্বর ওয়ার্ড এমারতের কর্ণফুলী সাংগঠনিক ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা বৈঠক ও শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্বরণে দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কর্ণফুলী সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারির শাহাদাত হোসেনের সঞ্চালনায় স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা আরও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম জামী, ও আবু তাহের প্রমুখ।