আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ও উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ:
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় সর্বস্তরের তৈহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে শুরু করে শহরের প্রেসক্লাবে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক ওমর ফারুক, রমজান মাহমুদ, দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালক দেওয়ান তানজিন আহমেদ, হযরত মাওলানা জাবের আল সাফা,মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আশিকুর রহমান আরও অনেকে।

বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন তারা তরুণ উদীয়মান আইনজীবী সাইফুল ইসলাম আলুফকে হত্যা করে প্রমাণ করেছে তারা একটি উগ্রবাদী সংগঠন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে উগ্র সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবি জানান।

বক্তার আরো বলেন, ৫ আগস্টের পরে মুসলিমরা মুন্দির পাহারা দিয়েছে,তাদের ব্যবসা-বাণিজ্য পাহারা দিয়েছে এদেশে কোন সংখ্যালঘু বলতে কেউ নেই হিন্দু মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান আমরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু চক্র দেশে প্রিয় অশান্ত করার চেষ্টা করছে। দ্রুত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।