খুলনায় দু’দিনে স্বস্তি আনতে ভর্তুকি মূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু

শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা):

খুলনা নগরে ভর্তুকি মূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে।স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে কৃষি বিপণন অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ২০২৪ইং সকাল থেকে নগরীর এ কার্যক্রম চলছে। কৃষিপণ্য ওএমএস বিক্রির স্থানগুলো হলো শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে রাস্তাসংলগ্ন স্থান, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে নগরে বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে নগরীতে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে। প্রতিদিন এই বিক্রি কার্যক্রম চলবে।

কৃষি বিপণন অধিদপ্তর খুলনার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি বলেন, নগরের পাঁচটি স্থানে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ট্রাকে করে এই পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে আছে ২ হাজার ৪০০টি ডিম, ৬৪০ কেজি আলু, ২০০ কেজি পেঁয়াজ, ২০০ কেজি পেঁপে ও ২০০ কেজি পটোল। একজন ক্রেতাকে ৩২০ টাকার বিনিময়ে দেওয়া হয়েছে এক ডজন ডিম, তিন কেজি আলু, এক কেজি পেঁপে ও এক কেজি পটোল। সরকারি নির্দেশে ভর্তুকি মূল্যে কার্যক্রম করা হচ্ছে।

এদিকে এই পণ্য কেনার পর রিকশাচালক বেল্লাল হোসেন বলেন, বাজারের চেয়ে এখান থেকে কম দামে কিনলাম। এটা যেন চালু থাকে।

কৃষিপণ্য বিক্রি উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহম্মদ সালেহ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন