রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এই অভিযান পরিচালনা করেন।উপজেলা প্রশাসনের পক্ষ হতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, অবৈধ ড্রেজার বন্ধে কালকিনি উপজেলার স্নানঘাটা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় একটি ড্রেজারের মেশিন বিকল করে দেয়া হয় এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, “নদী ভাঙ্গন রোধে অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় আজ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাহবুবা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।ভবিষ্যতে আমাদের প্রশাসনের পক্ষ হতে এমন অভিযান অব্যাহত থাকবে।”