সাভারে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

 

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি শওকত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল মিয়া বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।

শওকত হোসেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে সাভার উপজেলা শ্রমিকলীগের সভাপতি। এছাড়াও শওকত হোসেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনের বড় ভাই।

শওকত হোসেনের বিরুদ্ধে ১৯ আগস্ট শিক্ষার্থী সাজ্জাদ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।