স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা ও সরকারিকরণ করতে হবে: জামায়াত

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করা এবং বিদ্যমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে সরকারিকরণ করতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে কামিল মাদরাসাকে সরকারিকরণ করতে হবে বলেও প্রস্তাবনা দিয়েছে দলটি।

রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এ দাবি জানায়। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কারের এ প্রস্তাবনা ঘোষণা করে জামায়াতে ইসলামী।

‌‘ শিক্ষা সংস্কার প্রস্তাবনা’য় জামায়াতে ইসলামী জানায়:
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিকে উচ্চমাধ্যমিক হিসেবে বলবৎ রাখতে হবে। অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা বাতিল করে পূর্বের পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে হবে।
পাঠ্যপুস্তকে ২০২৪-এর গণঅভ্যুত্থানের বস্তুনিষ্ঠ ইতিহাস গুরুত্বের সাথে তুলে ধরতে হবে।
সকল শ্রেণির পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধবিরোধী উপাদান বাদ দিতে হবে।
সকল শ্রেণিতে নবী করিম সা. এর জীবনীসহ মহামানবদের জীবনী সংবলিত প্রবন্ধ সংযোজন করতে হবে।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে সরকারিকরণ করতে হবে।
প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে কামিল মাদরাসাকে সরকারিকরণ করতে হবে।
কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে সাধারণ শিক্ষার মূলধারায় যুক্ত করতে হবে।
Department of Higher Education নামে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে।
শিক্ষা সংস্কারের লক্ষ্যে গঠিত শিক্ষা কমিশনের সকল ধারা তথা সাধারণ, আলিয়া, কওমীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।