তানজিদ শাহ জালাল ইমন, বরিশাল বিশ্ববিদ্যালয়:
ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে সোমবার (৭ অক্টোবর) সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল মৌন মিছিল ও স্মরণ সভা পালনের সিদ্ধান্ত নেয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আজ ৭ অক্টোবর (সোমবার) বেলা ১ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পটুখালী রোড ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মৌন মিছিল ও স্মরণ সভা পালন করেন।
স্মরণ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সহ-সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্বৈরাচারী দোসর বাহিনী ছাত্রলীগের বর্বর হামলায় ২০১৯ সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার প্রান হারায়।আওয়ামী ফ্যাসিষ্ট বিচারের কথা বললেও তা বাস্তবায়ন করেননি কখনো। আজ পাঁচ বছর অতিক্রম করেছে এখনও আবরারের মৃত্যুর সুষ্ঠু বিচার হয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদ্ধৃত আহ্বান অতি দ্রুত আবরার হামলার সাথে যারা জড়িত আওয়ামী দোসর তাদের অতিসত্বর বিচারের আওতায় আনতে হবে।এবং সঠিক ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে।
স্মরণ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের অর্থ সম্পাদক ওবায়দুর রহমান মুসা বলেন,গত সরকার আমলে গুম, খুান, হত্যার রাজনীতি চর্চা করা হয়েছে। স্বৈরাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে কলুষিত করা হয়েছে ছাত্র রাজনীতিকে। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সংস্কার মূলক কর্মসূচি গ্রহণ করে শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতির চর্চা করবে। ছাত্ররাজনীতির সংস্কার ও শিক্ষার্থীবান্ধব রাজনীতির অঙ্গীকার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মসূচিসমাপ্ত করে।