মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:
“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এ প্রতিপাদ্যে যশোরের কেশবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবীর, পৌরসভার টিকাদার সুপারভাইজার নাজমা পারভীন, হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার হেকমত আলী, গ্রাম পুলিশ সোলাইমান হোসেন প্রমুখ। সভায় প্রত্যেকটি এলাকার মানুষের নির্ভুলভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবীর, পৌরসভার টিকাদার সুপারভাইজার নাজমা পারভীন ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মাসুদুর রহমানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ওই চারজনের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।