ভিক্ষুকের ভিটাজমি দখলের চেষ্টা করছেন ইউপি মেম্বার

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে এক প্রভাবশালী ইউপি সদস্য জোরপূর্বক ভিক্ষুকের ভিটাজমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডের দোরালীগ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডের দোরালীগ বাড়ির মোঃ হারুন (৭৫), লালমিয়া (৭০) উভয় পিং মৃত সৈয়দ আহমেদ অত্যন্ত অসহায়। তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। মায়ের ওয়ারিশ ও রেকর্ড সূত্রে মালিক হয়ে ২৭ শতাংশ জমিতে বসবাস করে আসছেন। উক্ত জমিতে তারা পুর্বপুরুষের আমল থেকে ভোগদখলে বিদ্যমান রয়েছেন বলে জানান। সম্প্রতি কালমা ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক মাল উক্ত জমি থেকে তাদের তাড়িয়ে দিয়ে দখল করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।

বৃদ্ধ হারুন ও লালমিয়া জানান, আমরা হতদরিদ্র অসহায় মানুষ। আমাদের সংসারে রোজগার করার মতো কেউ নেই। আমরাও অক্ষম হয়ে পড়েছি। এই জমি ও ঘরবাড়ি ছাড়া আমাদের থাকার আর কোন জায়গা নেই। ফারুক মেম্বার, সোহরাব, সোহাগ, কাঞ্চু মাল আমাদের ঘরবাড়ি ও জমি জোর করে দখল করতে চায়। তারা বলে তারা নাকি কার থেকে কিনেছে। কিন্তু আমরা আমাদের জমি কারো কাছে বিক্রি করিনি। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, ভয় দেখায়, হয়রানি করে।

তারা আরও জানান, আমরা এলাকার বিভিন্ন জনের কাছে বিচার চেয়েছি। থানায় অভিযোগ দিয়েছি। শেষে এমপি শাওন সাহেবের কাছে জানিয়েছি। আমরা ন্যায় বিচার চাই।