চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসি ঝরনায় দুই পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকালে রূপসি ঝরনা এলাকায় তাদের নিখোঁজের খবর পাওয়া যায়।
পরে দুপুর ২টায় নিখোঁজ ওই দুই পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ঝরনা এলাকায় কয়েকজন পর্যটক ঘুরতে যান। এ সময় ঝরনায় গোসল করতে গিয়ে কূপে ডুবে যাওয়ার সময় অন্যজন উদ্ধার করতে গিয়ে একসঙ্গে দুজন কূপে ডুবে যান। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ঝরনায় দুজন পর্যটক নিখোঁজের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুপুর পৌনে ২টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।