বৈষম্য নিরসনে পঞ্চগড় জেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের মানববন্ধন কর্মসূচি

বৈষম্য বিরোধী প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের সম্মুখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“১০গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ পঞ্চগড় জেলার শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, মো:নাসের বাবুল আহবায়ক, মোছা:ইয়াছমিন আরা,সহ সমন্বয় পরিষদ,মো: মকবুলার রহমান,সভাপতি,তেতুলিয়া উপজেলা,রেজা আল মামুন,সভাপতি আটোয়ারি উপজেলা,মো: মিজানুর রহমান,সাধারণ সম্পাদক, বোদা উপজেলা,কাজী আওলাদ হোসেন বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো: রায়হানুল করিম,সহ যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ আমিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মানবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন