লক্ষ্মীপুর প্রতিনিধি
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০২৩-২০২৪ ইং অর্থবছরের অনুদানের চেক বিতরণ ০৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানমসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জেলার ৩৬ টি মহিলা সমিতির সভানেত্রীর হাতে পৃথক পৃথক ভাবে মোট ১ লাখ ২৫ হাজার চেক তুলে দেন।
সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, মহিলা সমিতি গুলো এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। পাশাপাশি নারী নির্যাতন, বাল্য বিবাহসহ সমাজের অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করতে হবে।