নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে রোকসানা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এসময় তাদের পাঁচ বছরের শিশু সন্তানকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
শনিবার ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। এরপর থেকেই পলাতক রয়েছেন ঘাতক স্বামী নুরুজ্জামান আনিছ।
নিহত রোকসানা বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ৯ বছর আগে বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সাথে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিলো। তারা তেতলাবো এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। নুরুজ্জমান চাকরি করেন স্থানীয় একটি গার্মেন্টস কারখানায়।
ওসি আরও জানান, কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইলে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন, এমন সন্দেহ করে আসছেন স্বামী নুরুজ্জামান। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে শনিবার ভোর ৫টার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রোকসানাকে হত্যা করা হয়। কুপিয়ে গুরতর জখম করা হয় পাঁচ বছরের শিশু জান্নাতকেও।
=হত্যার পর নুরুজ্জামান নিহতের ছোটভাই হাসানকে ফোন করে বলেন, তার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের মেঝেতে রোকসানার মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় গুরুতর জখম শিশুটিকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ওসি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঘাতক নুরুজ্জামান। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।