বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে: জাকির হোসেন

রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুনতো কয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন বলেছেন, ফটিকছড়ি নাজিরহাটের বন্যাকবলিত এলাকায় সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ কষ্টে আছে। তাই এই মহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। যার যার সাধ্যমত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। তিনি দেশের বন্যা পরিস্থিতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি সোমবার (২৬ আগষ্ট) বিকালে ফটিকছড়ির সোয়াবিল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, পানি, ঔষধ, দিয়াশলাই, মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, জসিম উদ্দিন চৌধুরী, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, মো. রাকিব, আবছার উদ্দিন, মো. সালাউদ্দীন, মো. রমজান প্রমূখ।