আমি কি অপরাধী নাকি? স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমি হাসিনার কাঠগড়ায় দাড়াঁতে পারবো না…। আপনি যদি মনে করেন, এভাবেই জামিন দিতে হবে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারককে উদ্দেশ্য করে কথাগুলো বলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। বিগত সরকারের আমলে ১৭৯টি মামলার আসামি মিরাজ গত বছরের ২৮শে অক্টোবরের সংঘর্ষের ঘটনায় হত্যা, ভাংচুর, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ৭ টি মামলায় স্থায়ী জামিন নিতে রোববার নিম্ন আদালতে যান।
বিচারক তাসলিম আরিফ বিচার কার্যক্রম শুরুর পর মিরাজকে এজলাসের আসামীর কাঠগড়ায় প্রবেশ করতে বলেন। এসময় প্রতিবাদ জানান সাজ্জাদুল মিরাজ।
বলেন, উল্লিখিত মামলায় অন্যায়ভাবে তাকে আসামি করা হয়েছে। তাই আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না তিনি।
এসময় এজলাসে উপস্থিত বিএনপি ও যুবদল নেতা কর্মীরা হট্টগোল শুরু করলে সেভাবেই শুনানি শুরু করেন বিচারক। শুনানি শেষে সব আসামিকে স্থায়ী জামিন প্রদান করেন আদালত।