ভোলার লালমোহনে জমি জবরদখলের অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে জমি জবরদখল ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মাঝি বাড়িতে ১৫ আগস্ট সকালে এ ঘটনা ঘটে।

মো.আবুতাহের বাকলাই অভিযোগ করে জানান, তার দীর্ঘ দিনের ভোগ দখলীয় কালমা মৌজার জমা খারিজ ২২৯৩ খতিয়ানের ৮৫৮নং দাগ ভূক্ত ৮ গন্ডা (৬৪ শতাংশ) জমি জবরদখল করে ৫০/৬০ জন বহিরাগত লোক বিভিন্ন ধরনের অস্ত্রসস্র নিয়ে জমি রোপন করে দখল করে একই বাড়ির জোবায়ের,জিল্লু,ইয়ানুর,লাইজু,রেহানা,পরে আবুতাহের গংরা বাঁধা প্রদান করেতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে।

আবুতাহেরের ছেলে নাছির জানান, দীর্ঘ ১৫ বছর পর আমি বিদেশ করে ছুটিতে বাড়িতে আসি আমি একজন রেমিট্যান্স যোদ্ধা বাড়িতে আসার পর জিল্লু ও জুবায়ের আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় আমাদের জমি জবর দখল করে। এ ঘটনায় উপযুক্ত বিচারের দাবি জানান আবুতাহের।

অপরদিকে অভিযুক্ত জিল্লু জানান, আমরা কারো জমি জবর দখল করি নাই। এ জমির দলিল ও বিয়েস খতিয়ান আমাদের নামে। তাই আমাদের জমিতে আমরা ফসল রোপন করেছি। চাঁদা দাবির কথা অস্বীকার করেন জিল্লু।