বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে মাথায় কাফনের কাপড় বেঁধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মোসারেফ হোসেন খানের পক্ষে প্রচারণা চালিয়েছেন সমর্থকরা।
শনিবার (১৮ মে) উপজেলার বগা ইউনিয়নের রাজনগর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে প্রচারণা চালায় আনারসের সমর্থকেরা। এসময় বগা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমির মৃধা, বগা ইউনিয়ন যুবলীগ সদস্য সোহাগ মৃধা, বাবু মৃধা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহীন গাজী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. রাব্বি হোসেন ও সাগর শরীফসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও বগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মোতালেব হাওলাদার (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসারেফ হোসেন খান (আনারস), বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মশিউর রহমান লাবলু ( কাপ পিরিচ) ও সজল হালদার (দেয়াত কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বিন্দ্বিতা করছেন। গত বুধবার রাতে বগা রাজনগর এলাকায় ঘোড়া প্রতীকের সমর্থকরা আনারস প্রতীকের সমর্থক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহিন গাজীর দোকানে হামলা চালিয়ে তাকে আহন করেন। এ ঘটনার জেরে পরদিন বৃহস্পতিবার সকালে ঘোড়া প্রতীকের সমর্থক ইউপি সদস্য সাইদুর রহমান সুমনের ওপর হামলা চালায় আনারস প্রতীকের সমর্থকরা। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ উত্তেজনার মধ্যেই আনারস প্রতীকের সমর্থকরা মাথায় কাফনের কাপড় বেঁধে প্রচারণায় নামে।
দলীয় সূত্র ও আনারসের সমর্থকরা জানান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার ও তার ছেলে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান বগা ইউনিয়নে একক আধিপত্য কায়েম করতে ভিন্নমতের আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালিয়ে আসছিলেন। একাধিক হামলার ঘটনাও ঘটেছে। এ নির্বাচনে ক্ষুব্দ নেতাকর্মীরা ঘোড়ার বিপক্ষে অবস্থান নিয়ে আনারস প্রতীকের পক্ষে কাজ করেন। এতে আনারস প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন মোতালেব হাওলাদারের সমর্থকরা। গত বুধবার রাতে আনারস প্রতীকের এক সমর্থককে দোকানে হামলা করেন ঘোড়ার সমর্থকরা। আহত করা হয় আনারসের সমর্থক শাহীন গাজীকে। পর দিন পাল্টা হামলায় ঘোড়ার এক সমর্থককে কুপিয়ে আনারস প্রতীকের সমর্থকরা। এঘটনার পর থেকে বগা ইউনিয়নে আনারস ও ঘোড়া প্রতীকের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল।
বগা ইউনিয়নে আনারস প্রতীকের সমর্থকরা অভিযোগ করে বলেন, ‘মোতালেব হাওলাদার ও তার ছেলে ইউপি চেয়ারম্যান হাসান বগা ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কাময়ে করেছেন। তার মতের বাহিরে গিয়ে আওয়ামী লীগ করার অপরাধে সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল করিমসহ একাধিক নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরতর আহত করা হয়। নির্বাচনে এসব নির্যাতিত নেতাকর্মীরা মোতালেব হাওলাদারের বিপক্ষে অবস্থান নিয়ে আনারসের পক্ষে কাজ করায় প্রচারণায় বাঁধা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। হামলা করে একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে। সন্ত্রাসী মোতালেব বাহিনীর হাত থেকে বগা ইউনিয়নের জনগণকে মুক্ত করার জন্য মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে নেমেছেন। ’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোতালেব হওলাদারের ছেলে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান। তিনি বলেন, ‘আনারস প্রতীকের সমর্থকের ওপর হামলার ঘটনা আমরা জড়িত না। উল্টা আনারস প্রতীকের লোকজন ঘোড়ার সমর্থককে কুপিয়ে আহত করেছেন।’
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে পুলিশ মাঠে কাজ করছে। বগায় পাল্টা পাল্টি হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।