এমরুল ইসলাম, মনোহরদী: নরসিংদীর মনোহরদীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রামমাণ আদালত।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামে অবস্থিত মেসার্স এ কে এফ ব্রিকস নামে অবৈধ একটি ইটের ভাটা ভ্যাকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে ভাটা পরিচালনায় দায়ে ভাটার মালিক আকরাম হোসেনকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, সহকারী পরিচালক মনসুর মোল্লা, পরিদর্শক সমর কৃষ্ণ রায়সহ র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা বলেন, অবৈধ এই ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।