কেবিড১৯ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে জনজীবনে আতংক বিরাজ করছে। জেলায় চলছে লকডাউন। করোনা রোগর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও থেমে নেই। তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন দোয়েল সংস্থার স্বেচ্ছাসেবকরা জেলার বিভিন্ন হাট বাজার এলাকা জীবানু নাশকে স্প্রে করার কাজ করে যাচ্ছে।
শুক্রবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের উপজেলার ভোমরাদহ বাজার, লোহাগাড়া বাজার সহ বিভিন্ন ছোট ছোট বাজার এলাকা জীবানু নাশক স্প্রে করেছে তারা। পর্যায়ক্রমে সব বাজার ঘাট জীবানু নাশক স্প্রে করা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন।
কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও হাট বাজারগুলোতে কমানো যাচ্ছেনা জনসমাগম। মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব। বিষেশ করে গ্রামাঞ্চলের বাজারগুলোতে দেখা যাচ্ছে মানুষের উপচে পরা ভিড়। তাই বাজার এলাকাগুলোতে করোনা ভাইরাস সংক্রমনের সম্ভাবনা বেশি। সেই দিক বিবেচনা করে দোয়েল সংস্থা’র স্বেচ্ছসেবীরা বাজার এলাকা বেশি বেশি জীবানু নাশক স্প্রে করার কাজ করে যাচ্ছে।।
ইতিমধ্যে সংগঠনটি কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ, শিক্ষার্থীদের মাঝে চিত্তবিনোদনের সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সচেতনতা মুলক প্রাচার প্রচারনার কাজ করেছে।