বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর জেলার সাথে দ্বীপজেলা ভোলা, লক্ষীপুর, কুমিল্লা ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে অচিরেই তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফেরি রুট ও ঘাট পরিদর্শন শেষে এমনটা জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বাউফলের তেঁতুলিয়া নদীর কালাইয়া পয়েন্ট পরিদর্শন শেষে ফেরি চালুর সিদ্ধান্তের কথা জানান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস.এম ফেরদৌস আলম।
প্রিয়দেশ নিউজকে তিনি জানান, ভোলা জেলার সাথে পটুয়াখালী জেলাকে সংযুক্ত করতে তেঁতুলিয়া নদীর ১৩কিলোমিটার নৌপথে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা এ দুই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এতে দুই অঞ্চলের মানুষের যোগাযোগ, পরিবহন, অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। আগামী বছরের মার্চ -এপ্রিল মাসের মধ্যেই ফেরি চালু হবে বলে আশা করেন তিনি।
পরিদর্শন দলের আরেক সদস্য বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস.এম আশিকুজ্জামান বলেন, কালাইয়া-লালমোহন রুটে ফেরি রুটে ফেরি চালু জন্য আমরা সম্ভাব্যতা যাচাই করেছি। ফেরি রুটের নির্ধারিত স্থান আমাদের বিআইডব্লিউটিএ’র এক্সপার্ট দল পরিদর্শন করবেন। তারা ফেরির রুট গ্রাফিক্স সার্ভে করবেন। কোন চ্যানেলে ফেরি চলবে তা নির্ণয় করা হবে। এছাড়াও কালাইয়া ঘাটের সংযোগ সড়কটিও সংস্কার করতে হবে। এসব কাজ শেষে হলেই ফেরি চালু হবে।
তেঁতুলিয়া নদীর কালাইয়া প্রান্তের ফেরি ঘাটের সড়ক নির্মাণের বিষয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান জানান, দুই জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আ.স.ম ফিরোজ এমপি চেষ্টা করেছেন। তার বিশেষ বরাদ্দের মাধ্যমে কালাইয়া প্রান্তে ফেরিঘাটের সড়ক নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। যার কাজও অতিদ্রুত শুরু হবে।
কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ প্রিয়দেশ নিউজ কে বলেন, কালাইয়া দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দর। এ বন্দরে ভোলা, লক্ষীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসেন। এসব অঞ্চলে পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম নৌপথ। নৌপথে ফেরি চালু হলে এসব অঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শুরু হবে। এছাড়াও ভোলার সাথে বরিশাল, পায়রা বন্দরের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
ফেরি চলাচলের রুট পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ, বাউফল উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির প্রমূখ।